কলকাতা

শহরে লরির প্রবেশ নিষিদ্ধ করল কলকাতা পুলিশ

কলকাতার বুকে যানশাসনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। লালবাজারের নির্দেশ, সকাল ৬টার পর কলকাতায় ঢুকবে না কোনও ট্রাক। আজ থেকেই চালু হয়েছে এই নিয়ম। মৌখিকভাবে সমস্ত ট্রাফিক গার্ড-কে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের সব সরকারি ও বেসরকারি স্কুলের বাইরে পুলিশ নিরাপত্তার ব্যবস্থাও করতে বলা হয়েছে। নির্দেশ গিয়েছে স্কুলের বাইরে থাকতে হবে স্থানীয় থানার ওসি বা অ্যাডিশনাল ওসি পদমর্যাদার একজন অফিসারকে। সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে থাকবে পুলিশ।