কলকাতার বুকে যানশাসনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। লালবাজারের নির্দেশ, সকাল ৬টার পর কলকাতায় ঢুকবে না কোনও ট্রাক। আজ থেকেই চালু হয়েছে এই নিয়ম। মৌখিকভাবে সমস্ত ট্রাফিক গার্ড-কে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের সব সরকারি ও বেসরকারি স্কুলের বাইরে পুলিশ নিরাপত্তার ব্যবস্থাও করতে বলা হয়েছে। নির্দেশ গিয়েছে স্কুলের বাইরে থাকতে হবে স্থানীয় থানার ওসি বা অ্যাডিশনাল ওসি পদমর্যাদার একজন অফিসারকে। সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে থাকবে পুলিশ।