দেশ

ঝাড়খণ্ডের রাঁচি থেকে গিরিডিতে যাওয়ার পথে বরাকর নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস

ঝাড়খণ্ডের গিরিডিতে ভয়াবহ দুর্ঘটনা । রাঁচি থেকে গিরিডিতে যাওয়ার পথে বরাকর নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস । জানা গিয়েছে, প্রায় ৩০ জন যাত্রী রয়েছেন বাসে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ । উদ্ধার কাজ শুরু করা হয়েছে ।স্থানীয় সূত্রে খবর, রাঁচি থেকে গিরিডিগামী আলিশান (সম্রাট) নামের একটি বাস বরাকর নদীতে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে গিরিডি-ডুমরি সড়কে। জানা গিয়েছে, রাঁচি থেকে গিরিডির দিকে আসা বাসটি বরাকর নদীর ব্রিজের কাছে পৌঁছতেই চালক ভারসাম্য হারিয়ে ফেলায় বাসটি নদীতে পড়ে যায় । ঘটনার পর লোকজন চিৎকার করতে থাকেন । তারপরেই ঘটনা জানাজানি হতেই স্থানীয় লোকজনের ভিড় জমে যায় । স্থানীয়রাই উদ্ধার কাজে নেমে পড়েন । পুলিশকেও খবর দেয় । কিছুক্ষণের মধ্যে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায় । ঘটনাস্থলে পৌঁছেছেন ডিসি নমন প্রিয়শ লাকদা এবং এসপি দীপক শর্মাও ।