অতিবৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বিপাকে চিন । তার মধ্যেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেল শ্যানডং প্রদেশের ডেজহউ শহর। একের পর এক জায়গায়। কেঁপে উঠছে বিভিন্ন দেশ। শনিবারই আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য় অঞ্চলে ভূমিকম্প হয়, যার কম্পন দিল্লি-এনসিআর থেকে শুরু করে উত্তর ভারত অবধি অনুভূত হয়। এবার আজ মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্প হল পূর্ব চিনে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। কম্পনের জেরে ১২৬টি বাড়ি ভেঙে পড়েছে। কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও অবধি কোনও মৃত্যুর খবর মেলেনি। চিনের এই ভূমিকম্প নিয়ে রিপোর্ট দিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে । সংস্থার দাবি, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। যার অবস্থান শ্যানডং প্রদেশের ডেজহউ শহরের ২৬ কিলোমিটার দক্ষিণে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তীব্র মাত্রার কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কমপক্ষে ১২৬টি বাড়ি ভেঙে গিয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।