ইতালি অভিমুখী নৌকা ডুবে মৃত্যু ৪১ জন যাত্রীর। ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে এই ঘটনা ঘটেছে। তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করে নৌকোটি। কিন্তু ইতালি যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটেছে বলে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া চারজন বুধবার ল্যাম্পাডুসায় পৌঁছেছেন। জানা গিয়েছে, নৌকাডুবিতে প্রাণে বেঁচে যাওয়া ওই চার ব্যক্তি আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাম্পাডুসা থেকে প্রায় ৮০ মাইল দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। ইউরোপে যারা নিরাপত্তা ও উন্নতমানের জীবনযাপন খোঁজেন সেসমস্ত অভিবাসীদের জন্য জনপ্রিয় একটি শহর। সম্প্রতি, সমুদ্র পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে চলতি বছর এ পর্যন্ত ১ হাজার ৮শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইতালীয় কোস্টগার্ড এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পাডুসায় আগত দুই হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে।