কলকাতা

প্রাথমিক টেট মামলায় কোচবিহারের ২৩ জন শিক্ষককে তলব করল সিবিআই

নিয়োগ দুর্নীতি কাণ্ডে মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার নজর কোচবিহারে। প্রাথমিক টেট মামলায় কোচবিহারের ২৩ জন শিক্ষককে তলব করল সিবিআই। তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ২৩ জন শিক্ষককে ২০১৪ সালের টেটের অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, চাকরির নিয়োগপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। প্রাথমিক টেট মামলায় এই শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পেতে চাইছে সিবিআই।  উল্লেখ্য, এর আগে সোমবার মুর্শিদাবাদের ৪ প্রাথমিক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেন বাঁকুড়ার সাতজন প্রাথমিক শিক্ষক।