ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতি সারা বিশ্বব্যাপীমানুষের মনে দাগ কেটেছে। যুদ্ধ যেন কিছুতেই থামার নাম নিচ্ছে না। কেউ যেন কারোর বশ্যতা স্বীকার করতে নারাজ। এরই মাঝে রাশিয়া মস্কোর অভিমুখে গুলিবর্ষণ করেছে। তাও আবার দুটি সামরিক ড্রোনকে লক্ষ্য করে। বৃহস্পতিবারই সেকথা জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। জানা গিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার যুক্ত কর্মীরা দুটি ড্রোনকে লক্ষ্য করে গুলি করে। সেকথা নিজে মুখে সোবিয়ানিন সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন। সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর সময় ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। ড্রোনগুলিকে লক্ষ্য করে গুলি করা হয়। সূত্রের খবর, একটি কালুগা শহরের কাছে এবং অপরটি রাশিয়ার রাজধানীকে ঘিরে সেন্ট্রাল রিং হাইওয়েতে গুলি নিক্ষেপ করা হয়েছে।