যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রকে আটক করল পুলিশ। আটক ছাত্রের নাম সৌরভ চৌধুরী। এই প্রাক্তন ছাত্রের কথা এফআইআর-এ জানিয়েছিলেন স্বপ্নদীপের বাবা। স্বপ্নদীপের বাবা জানিয়েছিলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, সৌরভের নেতৃত্বে আমার বড় ছেলের উপর অত্যাচার করা হয়েছে। ওঁরাই আমার ছেলেকে নীচে ফেলে মেরে দিয়েছে।’’ যাদবপুরে মেসে থাকার সুযোগ পায়নি স্বপ্ননীল। এই সৌরভ চৌধুরী স্বপ্ননীলের বাবাকে জানায় যে, হস্টেলে গেস্ট হয়ে থাকা যায়।এরপরেই ছেলেকে এক পড়ুয়ার ঘরে থাকার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ স্বপ্নদীপের বাবার। জানা গিয়েছে, সৌরভ চৌধুরী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বাসিন্দা। মেস কমিটিতে তাঁর নাম রয়েছে। অথচ ২০২২ সালেই পাশ আউট করেছেন তিনি। সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ডিন অফ স্টুডেন্ট, হোস্টেল সুপারকেও জিজ্ঞাসাবাদ চলছে।