উল্টোডাঙার ধানকল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। গতকাল রাত সোয়া ১টা নাগাদ ওই কাগজের গুদামে আগুন লাগে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের ১০টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গুদাম থেকে বেশ কয়েকজন শ্রমিককে আগেই উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।