দেশ

হরিয়ানার নুহতে বাড়ানো হল ইন্টারনেট নিষেধাজ্ঞার সময়সীমা 

হরিয়ানার নুহতে ইন্টারনেট ও এসএমএস পরিষেবায় নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হল। ১৩ই অগস্ট পর্যন্ত ইন্টারনেট ও এসএমএস পরিষেবায় স্থগিতাদেশ দিল হরিয়ানা সরকার। নুহের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় তাই এই সময়সীমা বাড়ানো হয়েছে। ইন্টারনেট পরিষেবার মাধ্যমে গুজব রটতে পারে। ফলে বাড়তে পারে উত্তেজনা। এই মর্মে হরিয়ানার স্বরাষ্ট্র সচিব দফতরের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি হরিয়ানার নুহতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এক মিছিল লক্ষ্য কর পাথর ছোঁড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ ছড়ায়। দুই হোমগার্ডের মৃত্যু হয়। আহত হয় বহু। হিংসার রেশ ছড়িয়ে পরে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।গত শুক্রবার থেকে এলাকায় কারফিউ শিথিল করা হবে বলে জানায় হরিয়ানা প্রশাসন। স্কুল চালু করা হয়। এটিএম পরিষেবাও চালু থাকবে বলে জানানো হয়। তবে ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা বজায় রাখল সরকার। গত বৃহস্পতিবার নুহ জেলার ম্যাজিস্ট্রেট ধীরেন্দ্র খড়গাতা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। ১১ অগাষ্ট থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উত্তেজনা এড়াতে এখনও ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা বাড়াল সরকার। এর আগে ৮ই অগস্ট পর্যন্ত ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা ছিল। তা বাড়িয়ে ১১ অগস্ট করা হয়েছিল।