জেলা

মুর্শিদাবাদের ফারাক্কায় কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধান যোগ দিলেন তৃণমূলে

মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রতীকে উপপ্রধান নির্বাচিত হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শামসের আলি। রবিবার শামসের আলি সহ প্রায় ৩০ জন কংগ্রেস কর্মী রতনপুরে এসে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।  প্রসঙ্গত, ২৬ আসন বিশিষ্ট মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতে এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১৩ টি আসনে। তৃণমূল কংগ্রেস জয়ী হয় ১১ টি আসনে। বামেরা পায় একটি আসন এবং একটি আসন থেকে জিতেছিলেন নির্দল প্রার্থী। যদিও বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার বহু আগেই কংগ্রেসের পাঁচ জন সদস্য, একজন নির্দল সদস্য এবং একজন বাম সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তার ফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের জয়ী সদস্যদের মধ্য থেকেই কারও প্রধান এবং উপপ্রধান হওয়ার কথা ছিল। বুধবার প্রধান এবং উপপ্রধান নির্বাচনের সময় তৃণমূল সদস্যা রুকসানা বিবি প্রধান পদে জিতে গেলেও তৃণমূল কংগ্রেসের আখতারুল ইসলামকে ১৩-১২ ভোটে পরাজিত করে শামসের আলি কংগ্রেসের তরফ থেকে উপপ্রধান নির্বাচিত হন। রবিবার ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে শামসের আলি বলেন, ‘মমতা ব্যানার্জির উন্নয়নমূলক প্রকল্পগুলোর শরিক হওয়ার জন্য আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।’