কলকাতা

গোলমাল হলেই বাজবে সাইরেন, কলকাতার সব থানাগুলিতে বসছে ‘পাগলা ঘণ্টি’

কোন বড় গোলমালের খবর হলেই বাজবে সাইরেন। সতর্ক হবেন পুলিশকর্মীরা। হঠাৎ কোন বড় ঘটনা ঘটলে পুলিশ একত্র হতে সময় লাগে। সেক্ষেত্রে ফোন বা বেতারের মাধ্যমে সকলকে ডাকতে হবে। এই সমস্যা কাটাতেই এবার থানায় থানায় বসানো হবে ‘পাগলা ঘন্টি’ (crazy-bells)। এমনটাই জানিয়েছে লালবাজার কর্তৃপক্ষ। কোনও বড় ঘটনার পর থানার ওসি বা অতিরিক্ত ওসির নির্দেশেই বেজে উঠবে এই সাইরেন। আসলে এই পাগলা ঘণ্টি হল একটি হুটার বা সাইরেন। প্রতিটি থানার যে কোন স্থানে বসালেই সমস্ত জায়গায় দ্রুত শব্দ শোনা যাবে। এক একটি থানায় এই ‘পাগলা ঘণ্টি’ কেনা ও তা বসানো বাবদ খরচ হচ্ছে প্রায় ২৫ হাজার টাকা। ক্রমাগত বেজে চলা সাইরেনের শব্দ কানে এলে একজায়গায় জড়ো হতে হবে সবাইকে। এরপর আধিকারিকদের নির্দেশ অনুযায়ী রওনা হতে হবে ঘটনাস্থলে।  লালবাজার জানিয়েছে, কোনও বড় ঘটনা ঘটলে থানার পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের অনেক সময়ই জড়ো করতে সময় লাগে। আবার একইভাবে কখনও থানায় উন্মত্ত জনতা ঢুকে পড়লে অনেক সময়ই অতর্কিতে তাদের সামনে পড়ে পুলিশকর্মীরা বুঝে উঠতে পারেন না। তাই এবার কলকাতার থানাগুলিতে ‘পাগলা ঘণ্টি’ চালু করার ব্যবস্থা করছে পুলিশ কর্তৃপক্ষ।