আগামী লোকসভা ভোটে অমেথি আসন থেকে ফের লড়বেন রাহুল গান্ধি। শুক্রবার দিল্লি থেকে বারাণসী ফিরে এ কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের নব নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়। পাশাপাশি গান্ধি পরিবারের আর এক সদস্য তথা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি রাজ্যের যে আসনে চাইবেন সেই আসনেই তাঁকে প্রার্থী করা হবে বলেও ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি। গান্ধি পরিবারের ‘গড়’ হিসেবে পরিচিত অমেথি। ১৯৮০ সালের লোকসভা ভোটে ওই আসনে জিতেছিলেন সঞ্জয় গান্ধি। বিমান দুর্ঘটনায় তাঁর অকালমৃত্যুর পরে ওই ১৯৮১ সালের উপনির্বাচনে ওই আসনে জেতেন রাজীব গান্ধি। ১৯৮৪, ১৯৮৯ ও ১৯৯১ সালের নির্বাচনেও জয়ী হন তিনি। যদিও তামিলনাডুতে ভোটপ্রচারে গিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যান প্রাক্তন প্রধানমন্ত্রী। ১৯৯৯ সালে জয়ী হন সোনিয়া গান্ধি। ২০০৪ সালে গান্ধি পরিবারের দুর্গ থেকে প্রথমবার জিতে সাংসদ হন রাহুল গান্ধি। ২০০৯ ও ২০১৪ সালের লোকসভা ভোটেও পর পর জয়ী হন।