কলকাতা

যাদবপুরে ছাত্রমৃত্যুর আঁচ বিধানসভায়, ওয়াকআউট বিজেপির

এবার যাদবপুরে পড়ুয়ার মৃত্যুর আঁচ এসে পৌঁছল রাজ্য বিধানসভাতেও। আজ এই ইস্যুতে প্রথমে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবের উপর বিরোধী দলনেতাকে ৫ মিনিট বলার সুযোগ দেন। এরপর ৫ মিনিট বরাদ্দ করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জবাবি ভাষণের জন্য। জবাবি ভাষণে শিক্ষামন্ত্রী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক অচলাবস্থা তথা এই ঘটনার দায় সম্পূর্ণভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপর বর্তান। তিনি বলেন, ‘যাদবপুরের এই ঘটনার জন্য ১০০ শতাংশ দায়ী রাজ্যপাল।’  যার প্রতিবাদে বিজেপি বিধায়করা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন। স্লোগান দিতে দিতে এক সময় ওয়াকআউট করে বেরিয়ে যান তাঁরা। বিধানসভার বাইরেও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো শুরু করেন বিজেপি বিধায়করা।