জেলা

মহিষাদলে নিখোঁজ তৃণমূল নেতার রহস্যমৃত্যু

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূল নেতার রহস্যমৃত্যু। বুধবার সকালে মহিষাদল থানার চাঁপি গ্রামে প্রতিবেশীর বাড়ির পিছন থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ আহমেদ (‌৩৬)‌। স্থানীয় সূত্রে খবর, লাক্ষা–২ অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন আহমেদ। তাঁর স্ত্রী–ও পঞ্চায়েতের সদস্যা ছিলেন। মৃতের পরিবারের দাবি, শেখ আহমেদকে খুন করা হয়েছে। মৃতের স্ত্রী মানোয়ারা বিবির কথায়, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে বেরিয়েছিল আহমেদ। মহিষাদলের একটি দোকানে রাখা সোনার গহনা ছাড়ানোর উদ্দেশ্যে এই টাকা নিয়ে যান তিনি। এরপর রাতে জানিয়েছিল দোকান থেকে গহনাগুলি বুধবার দেওয়া হবে। রাত সাড়ে ১১ টা পর্যন্ত যোগাযোগ হলেও তারপর থেকে আহমেদের ফোন ছিল সুইচড অফ। বুধবার সকালে চাঁপি মধ্যপল্লি এলাকায় পুরানো রেশন দোকানের কাছে ওই যুবকের মোটরবাইকটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খানিকটা দূরে একটি বাড়ির পেছন থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ। মহিষাদল থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি শেখ রবিকুল নামে মৃতের এক সঙ্গীকে আটক করেছে। ঠিক কী কারণে এবং কীভাবে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট না আসা অবধি স্পষ্ট হবে না বলে মনে করছে পুলিশ।