আগামী ৭ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এটলি কুমার পরিচালিত কিং খানের অ্যাকশন-এন্টারটেনিং ছবি ‘জওয়ান’। মনে করা হচ্ছে এটি বলিউড বাদশার কেরিয়ারের সবচেয়ে দামি ছবি হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী এই ছবির বাজেট নাকি ৩০০ কোটি টাকার কাছাকাছি। এর আগে শাহরুখের ‘পাঠান’ ছবিটির বাজেট ছিল ২২৫ কোটি টাকার মত। বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকা ব্যবসা করেছিল ‘পাঠান’। সেই তুলনায় ‘জওয়ান’ এর বাজেট বেশ কিছুটা বেশি। ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন এর মতন তারকা অভিনেতাদের। ছবির গান-অ্যাকশন এমনকি ভিএফএক্স এর কাজ যাতে দর্শকদের মনোগ্রাহী হয় সেজন্য শাহরুখ খরচা করতে কোনরকম পিছপা হননি। মুক্তি পাওয়া ছবি ট্রেলার এবং দুটি গান দেখলে দর্শকদের সে ধারণা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। ছবির ট্রেলার সাড়া ফেলে দিয়েছিল শুরুর দিনেই।কাজেই সবদিক বিচার করে বিশেষজ্ঞদের ধারণা বক্স অফিসে নতুন রেকর্ড করতে চলেছে শাহরুখের ‘জওয়ান’। ছবি মুক্তি পেতে এখনো বেশ কয়েকটি দিন বাকি। ইতিমধ্যে বিশ্বজুড়ে বইছে ‘জওয়ান’ ঝড়। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে শুরু হয়ে গিয়েছে জাপানের অগ্রিম টিকিট বুকিং। জানা গেছে জার্মানিতে বিশ্বের বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে এই ছবি প্রদর্শিত হবে। এই স্ক্রিনের উদ্বোধন হয়েছিল জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি ‘নো টাইম টু ডাই’ দিয়ে। প্রসঙ্গত, এই মুহূর্তে জার্মানিতে ভারতীয় অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় বলিউড বাদশা শাহরুখ খান।ইতিমধ্যেই আমেরিকা, জার্মানি এবং নেদারল্যান্ডে শুরু হয়েছে আগাম টিকিট বুকিং।