বিনোদন

প্রয়াত গীতিকার দেব কোহলি

প্রয়াত বর্ষীয়ান গীতিকার দেব কোহলি। আজ, শনিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বয়স হয়েছিল ৮০ বছর। প্রায় ১০০ টি জনপ্রিয় হিন্দি ছবির গান লিখেছিলেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য- বাজিগর, জুড়ুয়া-২, মুশাফির, ম্যাইনে পেয়ার কিয়া, লাল পাথরের মতো ছবি। একাধিক সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। অনু মালিক, বিশাল-শেখর, জয়কিষাণ, উত্তম সিং, আনন্দ রাজ আনন্দের সঙ্গে একাধিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দেব কোহলির প্রয়াণে বলিউডে শোকের ছায়া।