কলকাতা

চন্দ্রযান-৩ প্রজেক্টের সঙ্গে যুক্ত সব বাঙালি বিজ্ঞানীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩। সেই কাজে দেশের নানা প্রান্তের বিজ্ঞানীদের পাশাপাশিই রয়েছে বাঙালি বিজ্ঞানীদের অবদানও। নিঃশব্দে কাজ করে গিয়েছেন তাঁরা। বাংলার ভূমিপুত্র যে সব বাঙালি বিজ্ঞানীরা চন্দ্রযান-৩ প্রজেক্টের সঙ্গে যুক্ত তাঁদের বিশেষ সংবর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের পৌঁছে যাওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে গোটা বিশ্বে। সেই কারণেই ইসরোকেও সংবর্ধিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। তবে, কবে এই অনুষ্ঠান হবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত। চন্দ্রযান-৩ প্রজেক্টের সঙ্গে যুক্ত ২১ জন বাঙালি বিজ্ঞানীকে মুখ্যমন্ত্রী আলাদা করে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানা গিয়েছে।