জেলা

রানাঘাটে সোনার বিপণীতে ডাকাতি কাণ্ডে গ্রেফতার ৪, উদ্ধার টাকার গয়না

পুরুলিয়ায় কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে পালালেও রানাঘাটে নামী গয়নার বিপণীতে ডাকাতির ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ৷ উদ্ধার হল প্রায় এক কোটি টাকার লুঠ হওয়া সোনা এবং হিরের গয়না৷ ডাকাতদের কাছ থেকে লুঠ হওয়া ৩ লক্ষ ৭০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ৷ এ দিন দুপুরে প্রথমে পুরুলিয়ায় ওই সংস্থার শোরুমে প্রথমে হানা দিয়ে কয়েক কোটি টাকার গয়না লুঠ করে একটি দুষ্কৃতী দল৷ এর কিছুক্ষণের মধ্যেই নদিয়ার রানাঘাটে ওই একই সংস্থার অন্য শোরুমে হানা দেয় আরও একটি ডাকাত দল৷ বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী শোরুমে ঢুকে গুলি চালিয়ে লুঠপাট শুরু করে৷ রানাঘাটে অবশ্য ডাকাতির খবর পেয়ে দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ পুলিশ এসেছে বুঝতে পেরেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা৷ প্রকাশ্যেই রাস্তার উপরে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ডাকাতদের৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয় দুই ডাকাত৷ ধরা পড়ে যায় আরও দুজন৷ রানাঘাটের ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে৷ এর মধ্যে দু জনের শরীরে গুলি লেগেছে৷ ধৃতদের কাছ থেকে প্রায় এক কোটি টাকার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে৷ নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ৷