জাতীয় সড়ক পেরোনোর সময় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় আবারও একটি চিতাবাঘের মৃত্যু হল। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের কমলা চা বাগান সংলগ্ন ২৭ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন ঘোষপুকুর-ফাঁসিদেওয়ার মধ্যবর্তী এলাকায় চিতাবাঘটি রাস্তা পেরোনোর সময় দুর্ঘটনাটি ঘটে। রাস্তা পেরোনোর সময় জাতীয় সড়ক ধরে বিধাননগরের দিক থেকে শিলিগুড়ির দিকে ছুটে চলা একটি দ্রুত গতির গাড়ি চিতাবাঘটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই চিতাবাঘটির মৃত্যু হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন ফাঁসিদেওয়া ঘোষপুকুর ট্রাফিক পুলিশের আধিকারিক ও কর্মীরা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এবং বনকর্মীরাও ঘটনাস্থলে আসেন। চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে ঘোষপুকুর রেঞ্জে নিয়ে যাওয়া হয়। বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের জন্য চিতাবাঘের দেহটি বেঙ্গল সাফারিতে পাঠানো হবে। বিগত বছরের এপ্রিল মাসে বাগডোগরা মুনি চা বাগান সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কেও গাড়ির ধাক্কায় আরেকটি অপ্রাপ্তবয়স্ক চিতাবাঘের মৃত্যু হয়েছিল।