পশ্চিমবঙ্গ দিবস’ পালন ইস্যুতে পশ্চিমবঙ্গের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে রাজ্য সরকার।’ এই অভিযোগে ৬০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে আজ, বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত প্রতিবাদ পদযাত্রা করবেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপিও তুলে দেবেন শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন,’রাজ্য সরকার প্রবলভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস বিকৃত করতে। বিজেপি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পশ্চিমবঙ্গ গঠন নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকেও উপেক্ষা করা হচ্ছে।’