রাজ্যে নিয়োগ দুর্নীতি একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে শাসকদলের একাধিক নেতামন্ত্রীকে গ্রেফতার করেছে ED-CBI-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। দীর্ঘদিন ধরে জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের ভাবমূর্তি নিয়ে জনমানসে একাধিক প্রশ্ন উঠেছে। এই অবস্থায় ভাবমূর্তি ফেরাতে নড়েচড়ে বসল পর্ষদ। ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। এ বছর থেকেই রাজ্যের সব D.El.Ed কলেজে বন্ধ করে দেওয়া হবে অফলাইন অ্যাডমিশন। এদিন কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের তরফে জানানো হয়েছে রাজ্যে ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০-র বেসরকারি D.El.Ed কলেজে কোনও অফলাইন অ্যাডমিশন হবে না। বুধবার হাইকোর্টে পর্ষদ আরও জানিয়েছে, মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে। দুর্নীতির বিস্তর অভিযোগের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।