স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। সেই মামলায় আদালতেও স্বস্তি পেলেন না অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্কিল ডেভলপমেন্ট দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আর্জি জানান চন্দ্রবাবু। আদালত তাঁর আর্জি খারিজ করে দিয়েছে। স্বস্তি পেলেন না অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত। এ দিন অ্যান্টি -কোরাপশন ব্যুরো আদালতের তরফে ২৪ সেপ্টেম্বর অবধি চন্দ্রবাবু নাইডুকে জেল হেজাফতে রাখার নির্দেশ দেওয়া হয়। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই, বিধানসভা কক্ষের বিভিন্ন দিক থেকে শোনা গেল শিসের আওয়াজ। অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে, বৃহস্পতিবারই ধুন্ধুমার বেধেছিল অন্ধ্র বিধানসভায়। সেচ মন্ত্রী এ রামবাবুকে চ্যালেঞ্জ করে উস্কানিমূলক অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছিল টিডিপি বিধায়ক তথা অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণের বিরুদ্ধে। বালকৃষ্ণ এবং আরও ১৫ টিডিপি বিধায়ককে বিধানসভার কাজে দেওয়ার অভিযোগে একদিনের জন্য বরখাস্ত করা হয়েছিল। শুক্রবার, বিধানসভায় আরও এক অভিনব উপায়ে চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদ জানলেন বালকৃষ্ণ ও অন্যান্য টিডিপি বিধায়করা। যেন বৃহস্পতিবার যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই ফের প্রতিবাদ শুরু করেন টিডিপি বিধায়করা।