ভারত–কানাডা কূটনৈতিক লড়াই থামছে না। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফের দাবি করলেন খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারতীয় এজেন্টদের ‘হাত রয়েছে’। ট্রুডো বলেন, ‘ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খলিস্তানি জঙ্গির হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্টরা জড়িত। এ কথা কয়েক সপ্তাহ আগে দিল্লিকে জানিয়েছে কানাডা।’ প্রসঙ্গত, এই হত্যাকাণ্ডকে ঘিরে ভারত–কানাডা সম্পর্কের টানাপোড়েন চলছে। প্রসঙ্গত, গত জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খুন হন খলিস্তানপন্থী নেতা নিজ্জর। হরদীপের খুনের নেপথ্যে ভারত সরকারের হাত থাকতে পারে বলে সম্প্রতি সে দেশের পার্লামেন্টে মন্তব্য করেছিলেন ট্রুডো। এই দাবি খারিজ করে দেয়ে কেন্দ্রের বিজেপি সরকার। এরপরই দু’দেশ বেশ কিছু বিষয়ে নির্দেশিকা জারি করে পাল্টা চাপের খেলা খেলছে। এরপরই শুক্রবার ট্রুডো বলেন, ‘সোমবার যা বলেছিলাম, তা নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য কয়েক সপ্তাহ আগেই ভারতকে জানিয়েছে কানাডা।’ তাঁর কথায়, ‘গঠনমূলক ভাবে কাজ করার জন্য ভারতের সঙ্গে সর্বদা রয়েছি। আশা করব, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবে এবং এই বিষয়টি খতিয়ে দেখবে।’’ তবে কী তথ্যপ্রমাণ পেয়েছে কানাডার গুপ্তচর সংস্থা, সে ব্যাপারে খোলসা করেননি ট্রুডো। এই ইস্যুতে আবার মুখ খুলেছে আমেরিকা। এই ঘটনার তদন্তে তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে বাইডেনের সরকার।