জেলা

লরি ধাক্কায় ভাঙল রেলগেট, বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন, অবরুদ্ধ যশোর রোড

বনগাঁ-শিয়ালদহ শাখার গুরুত্বপূর্ণ এই রেলগেট ভেঙে পড়ায় ট্রেন চলাচল করছে ধীর গতিতে, ফলে অতিরিক্ত কিছুটা সময় লাগছে ট্রেন চলাচলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালে হাবড়া এক নম্বর রেলগেটে একটি লরি ধাক্কা মারে। যায় কারণে ভেঙে যায় রেলগেট। যদিও পুলিশ লরিটি আটক করেছে। নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে ট্রেন চলায় নিত্যযাত্রীরা পড়েছেন সমস্যায়। যাত্রীবাহী গাড়ি আটকে সমস্যায় পড়েছে পথচলতি মানুষ। কতক্ষণে এই ভাঙা গেট ঠিক করে পুণরায় যান চলাচল স্বাভাবিক হয়, সেদিকেই তাকিয়ে পথচারীরা। এ দিকে, রেলের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। বারংবার এইভাবে গেট ভেঙে পড়ায়, ক্ষুব্ধ স্থানীয় মানুষ।