সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে এশিয়ান গেমসে হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। সোনা জয় থেকে একধাপ দূরে হরমনপ্রীতরা। এদিন গোল করেন মনদীপ সিং, হার্দিক সিং, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় এবং অভিষেক। ফাইনালে চীন বনাম জাপান ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ভারত। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে ভারতীয় দল। প্রথম দু’ম্যাচে ১৬টি করে গোল করেন হরমনপ্রীতরা। পাকিস্তানকেও দশ গোল দেয় ভারত। এদিন ম্যাচের শুরু থেকেই রাশ ভারতের হাতেই ছিল। ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন হার্দিক সিং। ম্যাচের ১১ মিনিটে ২-০ করেন মনদীপ সিং। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগেই ব্যবধান আরও বাড়ান ললিত উপাধ্যায়। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ছন্দপতন হয় ভারতের। প্রথমদিকেই জুং মানজায়ের গোলে ব্যবধান কমায় দক্ষিণ কোরিয়া। ২০ মিনিটে দ্বিতীয় গোলও তাঁরই। কিন্তু ম্যাচে সমতা ফেরার আগে অমিত রোহিদাসের গোলে ফের ব্যবধান বাড়ায় ভারত। তৃতীয় কোয়ার্টারের শুরুতে আরও একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। হ্যাটট্রিক করেন জুং মানজায়। শেষদিকে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠলেও, ভারতের জমাটে রক্ষণ ভাঙতে পারেনি। বরং শেষদিকে অভিষেকের গোলে ৫-৩ এ ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয় হকি দল। এবারের এশিয়ান গেমসে এদিনই প্রথম চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ভারতকে। ফাইনালে ওঠায় রুপো নিশ্চিত। কিন্তু সোনার লক্ষ্যে নামবেন হরমনপ্রীতরা।