খেলা

জ্যাভলিনে সোনা জয় নীরজের, রুপো কিশোরের

 জ্যাভলিনে সোনা-রুপো দুটোই ভারতের৷ নীরজ-কিশোরের দুদ্ধর্ষ পারফরম্যান্সে প্রতিপক্ষ ঘেঁষতেই পারল না ধারেপাশে৷  নীরজ চোপড়ার এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ের আসরে প্রথম থ্রো নিয়ে নাটক চলল চরমে৷ চিনের আসরে ভারতীয় তারকা অ্যাথলিটের প্রথম বিধ্বংসী থ্রো কোনও টেকনিক্যাল কারণে নাকচ করে দেয় আয়োজক কমিটি৷ পাশাপাশি কিশোর জেনার দ্বিতীয় থ্রোতে পতাকা তুলে নাকচ করে দেওয়া হচ্ছিল কিন্তু পরে বেশ কিছু কথোপকথনের পর সেটাকে ফেয়ার থ্রো ধরা হয়৷ নিজের প্রথম থ্রোয়ের পর দারুণ সিংহ গর্জন করতে দেখা গিয়েছিল ভারতের গোল্ডেন বয়কে৷ কিন্তু সেটা বাতিল হওয়ার পর অফিসিয়ালি নিজের প্রথম থ্রোতে ৮২.৩৮ মিটার দূরত্বে ছোঁড়েন ৷ এরপর দ্বিতীয় অ্যাটেম্পটে তাঁর থ্রো ছিল  ৮৪.৪৯ মিটার৷ ৮৮,৮৮ মিটার ছোঁড়েন চতুর্থ থ্রোতে৷ পঞ্চম থ্রোতে ৮০.৮০ মিটার ছোঁড়েন নীরজ চোপড়া৷ এদিকে কিশোর জেনাও এদিন একই বিভাগের মূল পর্বে দারুণ পারফর্ম করেন৷ তিনি নিজের প্রথম অ্যাটেম্পটে ৮১.২৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন৷ কিশোর জেনার ঝকঝকে পারফরম্যান্সে রুপো ৮৬.৭৭ মিটার তৃতীয় অ্যাটেম্পটে ছুঁলেন কিশোর জেনা৷ যা রীতিমতো দারুণ৷