এর আগেও তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি হয়েছে। সিবিআই-এর হাতে গ্রেফতারও হতে হয়েছে তাঁকে। কিন্তু পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রবিবার দীর্ঘক্ষণ ভবানীপুরের বাড়িতে সিবিআই তল্লাশির পরেও খোশমেজাজে মদন মিত্র। বরং তৃণমূল বিধায়কের দাবি, তল্লাশি অভিযানে আসা সিবিআই আধিকারিকদের চোখ নাকি িছল টিভিতে বিশ্বকাপের ভারত- অস্ট্রেলিয়া ম্যাচে!এ দিন সকালে মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হানা দেয় সিবিআই৷ যখন সিবিআই কর্তারা ভবানীপুেরর বাড়ি থেকে বের হন, তখন বিকেল গড়িয়েছে৷ এ দিকে আজই চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করেন বিরাট কোহলি, রোহিত শর্মারা৷ ক্রীড়াপ্রেমী মদনের বাড়ির টেলিভিশনেও সেই ম্যাচ চালানো হয়৷ সিবিআই কর্তারা কী তল্লাশি করলেন জানতে চাওয়া হলে সন্ধ্যায় মদন বলেন, ‘ওরা যা জিজ্ঞেস করল, প্রথমে ভাবলাম সিরিয়াস কিছু৷ কিন্তু দেখলাম দিল্লি ভয় পেতে শুরু করেছে৷ আজ অফিসারদের কথার মধ্যে ভয় লক্ষ্য করেছি। তৃণমূলের দম কতটা সেটা বাজিয়ে দেখতে এসেছে। হঠাৎ দেখলাম বিরাট ক্যাচ নিয়েছে বলে হাততালি দিয়ে উঠলো। ওদের মনযোগ ওই দিকে ছিল।’সিবিআই অভিযানের পর রাজ ভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চেও যান মদন মিত্র৷ সেখানে গিয়ে তিনি বলেন, ‘যদি অভিষেক না বসে থাকত তাহলে অপেক্ষা করত না, দরজা ভেঙে চুলের মুঠি ধরে নিয়ে যেত। কিন্তু ওরাও জানে, একজন বসে আছে, তাঁর নাম অভিষেক।’