দেশ

শিয়ালদহ- নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসে ভুল টিকিট নিয়ে ধরা পড়তেই গুলি চালিয়ে দিলেন যাত্রী

টিকিট কাটা ছিল হাওড়া থেকে নয়াদিল্লি গামী রাজধানী এক্সপ্রেসে৷ কিন্তু ভুল করে শিয়ালদহ নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েছিলেন যাত্রী৷ টিকিট পরীক্ষক সেই ভুল ধরিয়ে দিতেই ক্ষেপে গিয়ে গুলি চালিয়ে দিলেন যাত্রী! বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শিয়ালদহ থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে৷ ধানবাদ থেকে ট্রেনে উঠেছিলেন পেশায় ভারতীয় সেনার সদস্য ওই যাত্রী৷ অভিযুক্তের নাম হরবিন্দর সিং (৪১)৷ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে আরপিএফ৷ জানা গেছে, ধানবাদ থেকে হাওড়া- নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে টিকিট কাটা ছিল হরবিন্দরের৷ কিন্তু ভুল করে শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েন তিনি৷ ধানবাদ থেকে ট্রেনটি ছাড়ার পরই টিকিট পরীক্ষক ওই যাত্রীর টিকিট দেখতে চান৷ হরবিন্দর টিকিট দেখালে টিটিই তাঁকে বলেন, ওই টিকিটটি ভুল৷ তিনি ভুল ট্রেনে উঠে পড়েছেন৷ এ কথা শুনেই রেগে যান হরবিন্দর সিং নামে ওই যাত্রী৷ টিকিট পরীক্ষকের সঙ্গে কথা কাটাকাটির মধ্যেই আচমকা নিজের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে দেন তিনি৷ বি৭ এবং বি৮ কামরার মাঝে এই ঘটনা ঘটে৷ বরাতজোরে গুলি কারও গায়ে লাগেনি৷ তবে গুলির শব্দে আতঙ্কে ট্রেনের কামরার মধ্যে ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা৷ গুলি চলার ঘটনা ঘটতেই ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ জওয়ানরা ছুটে আসেন৷ হরবিন্দর সিং নামে ওই যাত্রীকে ধরে ফেলে আরিপএফ৷ ট্রেনটিকে কোডারমা স্টেশনে দাঁড় করানো হয়৷ সেখানেই অভিযুক্ত ওই যাত্রীকে ট্রেন থেকে নামানো হয়৷