দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে। দিন কয়েক আগেই তাঁকে নোটিস পাঠিয়েছিল ইডি। জল্পনা ছিল তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে। নোটিস অনুযায়ী সোমবার দুপুর বারোটা নাগাদ ইডি দপ্তরে এসে পৌঁছন সুমিত রায়। তাঁর হাতে সেই সময় বেশ কিছু নথিও ছিল। গত সপ্তাহেই ইডির তরফে এই তলব হলেও তা চ্যালেঞ্জ করে সুমিত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। শুনানিতে সোমবার তাঁকে বেলা সাড়ে ১০টার বদলে ১২টার সময় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে ইডি অভিষেকের স্ত্রী রুজিরা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেককেও। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলায় অভিষেক সহ অন্যান্য ডিরেক্টরদের সম্পত্তির নথি চেয়েছে ইডি। যা ইতিমধ্যেই জমা দিয়েছেন অভিষেক