কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তোপ দাগলেন, জোর করে নাম বলাতে শারীরিক অত্যাচার চালাচ্ছে ইডি। গোপনাঙ্গে অত্যাচার করছে। মুখ্যমন্ত্রীর কথায়, “প্রতিদিন সকাল হতেই কোনও না কোনও নেতা-মন্ত্রীর বাড়িতে হানা দিচ্ছে ইডি। আর ফিজিক্যাল টর্চার? গোপনাঙ্গেও চলছে অত্যাচার। অত্যাচার করে বলছে, এর নাম বলো। যতক্ষণ না বলবে, তখন অত্যাচার চলবে।” সবাইকে শুভ বিজয়া ও দসেরার শুভেচ্ছা জানিয়েই চড়া সুরে বিজেপির উদ্দেশে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। মমতা তোপ দাগেন,”লিমিট যখন লিমিটলেস, তখন বলতে বাধ্য হচ্ছি। আজ জেলায় জেলায় পুজো কার্নিভাল রয়েছে। মন্ত্রী, বিধায়করা ব্যস্ত। আগামিকালও আছে কার্নিভাল। এরমধ্যে ভোরবেলা থেকে বিজয়া দশমী করতে গিয়ে দেখে ইডি রেইড করছে।” প্রসঙ্গত এদিন সাতসকালে ভোর সাড়ে ৬টা নাগাদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। রেশন দুর্নীতিতে বাকিবুর রহমানের সূত্র ধরেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় বাড়িতে ইডির হানা। ইডির হানার জন্য মন্ত্রীর বাড়িতে বিজয়া দশমী করতে গিয়ে বাইরে থেকেই ফিরে আসতে হয়েছে সব্যসাচী দত্তকে। তাঁকে বাড়িতে ঢুকতেই দেয়নি কেন্দ্রীয় বাহিনী। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “সব মন্ত্রীদের বাড়ি গিয়েই যদি ইডি রেইড করে, তাহলে সরকারটা বাকি থাকে কেন? বিজেপি কি মনে করে এভাবে সবার মুখ বন্ধ করা যাবে?”