রেশন বণ্টন দুর্নীতি মামলায় সম্ভবত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করল ইডি৷ বৃহস্পতিবার দিনভর তল্লাশি ও ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোররাতে জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বের করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডি কর্তারা৷ যদিও জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে কি না, তা নিয়ে ইডি-র পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷ বাড়ি থেকে বের করার সময় প্রাক্তন খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, তিনি গভীর ষড়যন্ত্রের শিকার৷ এ সবকিছুর জন্য বিজেপি-কেই দায়ী করেছেন জ্যোতিপ্রিয়৷ প্রসঙ্গত, গতকাল সকালেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ি, নাগের বাজারে তাঁর আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতে। একযোগ প্রায় ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। রাত বাড়তেই আরও বাহিনী মোতায়েন করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে। সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে আরও দুই গাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়। প্রায় মধ্যরাতে ইডির তদন্তকারীরা স্থানীয় থানার আইসিকে ডেকে এলাকা ফাঁকা করে দিতে বলেছেন বলে জানা যাচ্ছে। সেই মতো পুলিশ ওই এলাকা থেকে সব তৃণমূল কর্মীদের সরিয়ে দেয়।