লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ছত্তিশগড়ের একটি জনসভায় তিনি ঘোষণা করলেন ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের আওতায় দেশের সমস্ত মানুষ যাতে বিনামূল্যে রেশন সামগ্রী পেতে পারেন সেই জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র। এই মর্মে সাকেত গোখলে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রধানমন্ত্রী মোদি গতকাল বিনামূল্যে রেশন কর্মসূচির মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়ানোর ঘোষণা করেছেন। এটি একটি নীতিগত সিদ্ধান্ত যা যেকোনো সময় ঘোষণা করা যেতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী মোদি ছত্তিশগড়ে বিজেপির একটি নির্বাচনী সমাবেশে এটি ঘোষণা করার সিদ্ধান্ত নিলেন। নির্বাচন কমিশনের নিয়মে বলা হয়েছে যে নির্বাচনকালীন সময়ে একজন মন্ত্রীর এই ধরনের ঘোষণা ভোটারদের উপর অন্যায্য প্রভাব ফেলার শামিল। ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রধানমন্ত্রী মোদির এই মরিয়া ও নির্লজ্জ পদক্ষেপের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে আমি নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ দায়ের করেছি।’