রদবদল হল রাজ্য ও কলকাতা পুলিশের আইপিএস পদে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান / জয়েন্ট সিপি (ক্রাইম) শঙ্খশুভ্র চক্রবর্তীকে পাঠানো হল রাজ্য গোয়েন্দা পুলিশ সিআইডির ডিআইজি পদে। আপাতত কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান পদে কাউকে পাঠানো হয়নি। এর সঙ্গে বদলি করা হয়েছে উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব এবং জলপাইগুড়ি রেঞ্জের আইজি অখিলেশকুমার চতুর্বেদিকে। রাজেশকুমার ও অখিলেশকুমার, দুজনকেই সিআইডির আইজি পদে বদলি করা হয়েছে। সুধীরকুমার নীলকান্তম ছিলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটের ওএসডি পদে। হলেন ডিআইজি প্রভিশনিং। ডিআইজি মালদা রেঞ্জ সুদীপ সরকার হলেন ডিআইজি পার্সোনেল। আপাতত মালদা রেঞ্জের দায়িত্ব সামলাবেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়। এসএস সিআইডি ডেভিড ইভান লেপচা হলেন রাজ্য সশস্ত্র পুলিশের (ফোর্থ ব্যাটালিয়ন) কমান্ডিং অফিসার। এই পদে ছিলেন শিবপ্রসাদ পাত্র। তাঁকে এসএস সিআইডি করা হল। উল্লেখ্য, এর আগে গত মাসের ৩১ তারিখে রদবদল করা হয় বিবেক সহায়, নটরাজন রমেশ বাবু, জ্ঞানবন্ত সিং ও অজয় নন্দকে। বিবেক সহায়কে ডিজিপি প্রভিশনিং ওয়েস্ট বেঙ্গল পদ থেকে পাঠানো হয় ডিজি অ্যান্ড সিজি হোম গার্ডস,ওয়েস্ট বেঙ্গল পদে। নটরাজন রমেশ বাবুকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স ইন দ্য ব়্যাঙ্ক অফ এডিজি থেকে এডিজি প্রভিশনিং ওয়েস্ট বেঙ্গল পদে পাঠানো হয়। জ্ঞানবন্ত সিংকে এডিজি সিআইএফ ওয়েস্ট বেঙ্গল পদ থেকে পাঠানো হয় ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সে। আর অজয় নন্দকে এডিজি অ্যান্ড আইজিপি টেলিকমিউনিকেশন ওয়েস্ট বেঙ্গল পদ থেকে এডিজি সিআইএফ ওয়েস্ট বেঙ্গল পদে পাঠানো হয়। এর আগে গত সেপ্টেম্বর মাসেও রাজ্য পুলিশে ব়দবদল করা হয়। একসঙ্গে বদলি করা হয় ৩১ জন আইপিএস অফিসারকে।
একনজরে দেখে নিন কে কোথা থেকে কোথায় বদলি হলেন –
১). শঙ্খশুভ্র চক্রবর্তী বর্তমানে রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান / কলকাতার জয়েন্ট সিপি ক্রাইম পদে। তাঁকে পাঠানো হচ্ছে ডিআইজি সিআইডি ওয়েস্টবেঙ্গল পদে।
২) রাজেশ কুমার যাদব বর্তমানে রয়েছেন আইজিপি নর্থ বেঙ্গল রিজিয়ন পদে। তাঁকে বদলি করা হচ্ছে আইজিপি সিআইডি ওয়েস্টবেঙ্গল পদে।
৩) অভিষেক কুমার চতুর্বেদী আইজিপি জলপাইগুড়ি রেঞ্জ পদে রয়েছেv। তাঁকেও পাঠানো হচ্ছে আইজিপি সিআইডি ওয়েস্টবেঙ্গল পদে।
৪) প্রসূন বন্দ্যোপাধ্যায় এখন রয়েছেন ডিআইজি রায়গঞ্জ রেঞ্জে। তাঁকে ডিআইজি রায়গঞ্জ রেঞ্জের সঙ্গে মালদা ডিআইজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে।
৫) সুধীর কুমার নীলকান্তম এখন রয়েছেন ডব্লুবিপিডি-র ওএসডি ডিআইজি পদে। তাঁকে পাঠামো হচ্ছে ডিআইজি প্রভিশনিং ওয়েস্টবেঙ্গল কার্শিয়াং হেডকোয়ার্টার পদে।
৬) সুদীপ সরকার বর্তমানে মালদা রেঞ্জের ডিআইজি পদে রয়েছেন। তাঁকে পাঠানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিআইজি পার্সোনেল পদে।
৭) ডেভিড ইভান লেপচা এখন শিলিগুড়িতে এসএস সিআইডি ওয়েস্টবেঙ্গল হেড কোয়ার্টার পদ সামালচ্ছেন। তাঁকে পাঠানো হচ্ছে সিও এসএপি চতুর্থ ব্যাটেলিয়নে।
৮) শিবপ্রসাদ পাত্র এখন সিও এসএপি চতুর্থ ব্যাটেলিয়ন পদে রয়েছেন। তাঁকে শিলিগুড়িতে এসএস সিআইডি ওয়েস্টবেঙ্গল হেড কোয়ার্টার পদে পাঠানো হচ্ছে।