কলকাতা

বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে’, বালুর জায়গায় কেউ নয়, বন দফতর দেখবেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা

রেশন দুর্নীতিতে জড়িয়ে ইডি হেফাজতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তিনি বন দফতরের দায়িত্বে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে জ্যোতিপ্রিয়র গ্রেফতার নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন দফতরের দায়িত্বে আপাতত নতুন কেউ নয়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল, জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।  মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের দেওয়ালির সময়ে সতর্ক থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাত্ বালুকে নিয়ে ফের সরব হন তিনি। বলেন, ‘বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তোমরা সবাই সংগঠনটা দেখে নিও।’  দীর্ঘদিন ধরে উত্তর ২৪ পরগনার জেলা সভাপতির দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সংগঠনের দায়ভার ছিল তাঁর কাঁধে। তিনি জেলে য়াওয়ার ফলে সংগঠনে বড়সড় ফাঁক তৈরি হয়েছে। সেক্ষেত্রে সংগঠনে দুর্বলতা তৈরি হতে পারে। সেই আশঙ্কাতেই উত্তর ২৪ পরগনার মন্ত্রীদের জেলা গংগঠনের দায়িত্ব নেওয়ার কথা বলেন।জ্য়োতিপ্রিয়র মল্লিকের বাড়িতে ইডির তল্লাশির পর ইডির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। অসুস্থ জ্যোতিপ্রিয়র কিছু হলে তিনি ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও হুঁশিয়ারি দেন। তল্লাশির দিনই রাতে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। ওই গ্রেফতারির পরই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। পাল্টা মুখ খোলেন মুখ্যমন্ত্রীও। সাংবাদিক সম্মেলন করে রেশন দুর্নীতির দায় তিনি বাম সরকারের উপরে চাপিয়ে দেন। তিনি দাবি করেন বাম আমলে তৈরি হওয়া ১ কোটি ভুয়ো রেশন কার্ড তৃণমূল আমলে বাতিল করা হয়েছে। রেশন ব্যবস্থা ডিজিটাইজড করা হয়েছে। রাজ্যের ওই প্রচেষ্টা কেন্দ্রের কাছে প্রশংসা পেয়েছে।