দেশ

দিলিতে আজ থেকেই স্কুলে শীতকালীন ছুটি, দূষণ নিয়ন্ত্রণের কন্য কৃত্রিম বৃষ্টি নামানোর প্রস্তাব সরকারের

দিলিতে দূষণের মাত্রা ভয়াবহ। তার জেরে এবার আগেভাগে শীতকালীন ছুটি ঘোষণা করা হল দিল্লির স্কুলগুলিতে। শুধু তাই নয়। দূষণের বাড়বাড়ন্ত ঠেকাতে যান চলাচল সহ নানা ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হচ্ছে। একে বাতাসে ভাসমান বিষাক্ত ধূলিকণা। তার সঙ্গে গাড়ির ধোঁয়া মিলেমিশে শহরবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে। সেকারণেই এবার দূষণের মোকাবিলায় গাড়ি চালাচলের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিচ্ছে দিল্লি সরকার। এব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী গোপাল রাই।  এরইমধ্যে আজ বৃহস্পতিবার থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রাজধানীর স্কুলগুলিতে আগাম শীতের ছুটি ঘোষণা করা হয়েছে। দিল্লির শিক্ষা বিভাগের ডিরেক্টর জানান, বর্তমানে আবহাওয়ার যা অবস্থা, তাতে আগামী কয়েকদিনেও এই পরিস্থিতি বদলাবে না। তাই শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তড়িঘ‌঩ড়ি স্কুল বন্ধ করা হল। অন্যদিকে, গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় নীতি সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত রেখেছে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। পরিবেশমন্ত্রী জানিয়েছেন, এর প্রভাব সম্পর্কে শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এব্যাপারে শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট অব দ্য ইউনিভার্সিটি এবং দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটির সমীক্ষা রিপোর্ট  শীর্ষ আদালতে জমাও পড়েছে। এরইমধ্যে বুধবার থেকে ভিন রাজ্যের অ্যাপ-নির্ভর ট্যাক্সির দিল্লি প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে নাসার ওয়ার্ল্ডভিউ কৃত্রিম উপগ্রহের ছবিতে দেখা গিয়েছে, পাকিস্তান থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত ছেয়ে রয়েছে কালো ধোঁয়ার স্তর। উত্তর ভারতজুড়ে কৃষিজমিতে নাড়া পোড়ানোর জেরে গত ২৯ অক্টোবর থেকে বায়ুদূষণ প্রবলভাবে বাড়তে শুরু করে। শুধুমাত্র ২৯ অক্টোবরেই ১ হাজার ৬৮টি জমিতে নাড়া পোড়ানোর ঘটনায় এক লাফে বাতাসে কালো ধোঁয়ার মাত্রা ৭৪০ শতাংশ বেড়ে যায়। তারপর সমস্যা একই জায়গায় রয়ে গিয়েছে। বুধবার দিল্লি ও সংলগ্ন অঞ্চলে বাতাসে দূষণের মাত্রা ফের ‘সিভিয়ার’ পর্যায়ে নেমে গিয়েছে।  এদিন বিকেল চারটেয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ৪২৬ ছুঁয়েছে। মঙ্গলবার তা ছিল ৩৯৬। অন্যদিকে নানা টালবাহানার মধ্যেই রাজধানীর কন্নট প্লেসের বিশাল স্মোগ টাওয়ার খোলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের সেই নির্দেশকে স্বাগত জানিয়েছেন পরিবেশমন্ত্রী।