ভারতে চালু হতে চলেছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি। আকাশপথেই পৌঁছে যাওয়া যাবে শহরের এক স্থান থেকে অপর স্থানে। ২০২৬ সালের মধ্যে এদেশে চালু হতে চলেছে ই-এয়ারক্র্যাফ্ট। বৃহস্পতিবার একথা জানিয়েছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইস। মার্কিন সংস্থা আর্চার অ্যাভিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে তারা এদেশে ‘মিডনাইট’ নামে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি চালু করবে। প্রথমে দিল্লিতে চালু হবে পরিষবা। তারপরের ধাপে চালু হবে মুম্বই ও বেঙ্গালুরুতে। পাইলট ছাড়া চারজন যাত্রী বসতে পারবেন।