কলকাতা

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে শুক্রবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ১৫ নভেম্বর নিম্নচাপটি তৈরি হবে। তবে এটি কতটা শক্তিশালী হবে বা এর অভিমুখ কোন দিকে থাকবে, তা এখনও স্পষ্ট নয়। তবে নিম্নচাপের কিছুটা প্রভাব দক্ষিণবঙ্গে পড়তে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, ১৫-১৭ নভেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে অবশ্য আকাশ পরিষ্কার থাকবে। নিম্নচাপ তৈরির পাশাপাশি পুবালি বাতাস সক্রিয় থাকবে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকবে। নিম্নচাপটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে আসবে কি না, তা এখনই বলা যাবে না বলে তিনি জানিয়েছেন। আবহাওয়াবিদদের মতে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হলে সেটির সাধারণত অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে যায়। তবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ, মায়ানমার উপকূলের দিকে আসার সম্ভাবনা যে একেবারে নেই, তা হলফ করে বলা যাবে না। অক্টোবর-নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত। এই সময় আরব সাগর ও বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ হলে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। ইতিমধ্যেই অক্টোবরে দু’টি সমুদ্রে একটি করে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে।