বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে পাওয়া গেল বাংলার যুবকের গলাকাটা দেহ। পুলিশ সূ্ত্রে খবর, মৃত যুবকের বয়স আটচল্লিশ বছর। বাড়ি, কোচবিহারের নাটাবাড়িতে। রাজস্থানের জয়পুর থেকে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তিনি। ট্রেন তখন বিহারের নাভাগাছিয়া স্টেশনে ঢুকছে। এস-৯ কামরায় শৌচাগার থেকে ওই যুবকের দেহ উদ্ধার করেন রেলের চিকিৎসক ও জিআরপি কর্মীরা। মৃতের সঙ্গে ছিল মোবাইল ফোন ও আধার কার্ড। তা দেখেই ওই যুবককে শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, চলন্ত ট্রেনের শৌচাগারে গলা কেটে খুন করা হয়েছে তাঁকে। এলোপাথারি কোপ ।