দেশ

এন্ডোস্কোপিক ক্যামেরায় ১০ দিন পর দেখা মিলল উত্তরকাশির সুড়ঙ্গে ‘আটক’ শ্রমিকদের, পাইপ লাইনের মাধ্যমে পাঠানো হল খাবার

অবশেষে ১০ দিন পর দেখা মিলল উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের। গতকাল গভীর রাতে একটি ক্যামেরাকে ৬ ইঞ্চি পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে পাঠানো হয়। যে ক্যামেরার মাধ্যমেই পাওয়া গিয়েছে আটকে পড়া শ্রমিকদের ছবি। পাশাপাশি, ওই পাইপের মাধ্যমে কাঁচের বোতলে করে গতকাল প্রথমবার শ্রমিকদের জন্য গরম খাবার পাঠানো সম্ভব হয়। গতকাল রাতে শ্রমিকদের জন্য পাঠানো হয় খিচুড়ি। এতদিন পর্যন্ত সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য পাঠানো হচ্ছিল ড্রাই ফ্রুটসের মতো শুকনো খাবার ও জল।   জানা গিয়েছে, একটি এন্ডোস্কোপিক ক্যামেরা পাঠানো হয়েছিল ৬ ইঞ্চি পাইপের মাধ্যমে। এর আগে আটকে পড়া শ্রমিকদের খোঁজ পাওয়ার জন্য সুড়ঙ্গের ভিতরে ড্রোন পাঠানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। সুড়ঙ্গের ভিতর ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে বেশি দূর এগোতে পারেনি ড্রোন। একটি ড্রোন খারাপ-ই হয়ে যায়! এবার এন্ডোস্কোপিক ক্যামেরায় ধরা পড়ল আটকে পড়া শ্রমিকদের ছবি। ছবিতে শ্রমিকদের হেলমেট ও কাজের পোশাক পরা অবস্থায় দেখা গিয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে তাঁরা হাতও নাড়েন। শ্রমিকরা জানান যে, কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁরা ভালো আছেন, সুস্থ আছেন। ওয়াকি টকিতে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে কথাও বলেন উদ্ধারকারী দলের আধিকারিকরা। শ্রমিকদের বলা হয়, ‘আপনারা ক্যামেরার সামনে এসে ওয়াকি টকিতে কথা বলুন।’ সোমবার থেকে ৬ ইঞ্চির একটি পাইপ লাইন ভেঙে পড়া টানেলের একাঁশের মধ্যে প্রবেশ করানো হয়েছে শ্রমিকদের সঙ্গে যোগযোগ রক্ষা করার জন্য। ওই পাইনলাইনকে ব্যবহার করেই খিঁচুড়ি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, আজ থেকেই উপর থেকে সুড়ঙ্গে ড্রিল করা শুরু হবে। উপর থেকে ড্রিল করে সুড়ঙ্গ থেকে আটকে পরা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হবে। সিলকিয়ারার দিক থেকেই শুরু হবে লম্বালম্বি বা ভার্টিকাল ড্রিলিং।