হাওড়ায় ফের অগ্নিকাণ্ড। মঙ্গলবার সাত সকালে হাওড়ার ঘুসুড়ির একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।প্রসঙ্গত, গত সোমবার হাওড়ার ফোরশোর রোডে একটি জুটমিলের গুদাম লেগেছিল। এক সপ্তাহ যেতে না যেতেই আগুন লাগল ঘুসুড়ির প্লাস্টিকের গুদামে। এটা ঘটনা, ঘুসুড়ির নস্করপাড়া এলাকায় একাধিক কারখানা ও গোডাউন রয়েছে। এদিন সকাল আটটা নাগাদ একটি প্লাস্টিকের গুদামের চারতলার ছাদ থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, প্রচুর দাহ্য বস্তু গোডাউনের তিনতলার ঘরে মজুত ছিল। ফলে সহজেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গুদামটি বন্ধ থাকায় কোনও কর্মী ছিলেন না। ফলে হতাহতের খবর নেই।