দেশ

‘সিপিআইএম নরকঙ্কাল নিয়ে খেলা করত! এদের কান মুলে দেওয়া উচিত রাজনৈতিক ভাবে’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

এদিন বিজেপির কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করার পাশাপাশি, আরও একবার রাজ্যের প্রাক্তন শাসকদল সিপিআইএম-কে বেনজির আক্রমণ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি বললেন, ‘‘সিপিআইএমের কান মুলে দেওয়া উচিত। রাজনৈতিক ভাবে। ওদের সময়ে কী কাজ হয়েছে? ওরা শুধু মিথ্যা কথা বলে।’’ এদিন মমতার মুখে উঠে আসে জয়নগরের তৃণমূলনেতা খুনের ঘটনা প্রসঙ্গও৷ তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘জয়নগরে পরপর তিন-চারটে খুন করেছে। তাঁদের মুখে আবার বড় বড় কথা। সিপিআইএম নরকঙ্কাল নিয়ে খেলা করত। শূন্যে চলে গেছে। ওই শূন্যতেই পড়ে থাকবে।’’ জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনিসুর লস্করকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ৷ এই আনিসুর এলাকায় সিপিএম কর্মী হিসাবেই পরিচিত ছিলেন৷ আনিসুর ছাড়াও এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করা হয়েছে৷