মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের দলীয় সমাবেশে মমতার করা একটি মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য। ইমেলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করে এফআইআর দায়েরের আবেদন করেছেন বিরোধী দলনেতা। ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ এফআইআর দায়ের না করলে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের এজেন্সি অপব্যবহার নিয়ে সরব হয়েছিলেন মমতা। ৮ বিজেপি বিধায়ককে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। আর এতেই আপত্তি জানিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ না নিলে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।হেয়ার স্ট্রিট থানায় ইমেল মারফত করা অভিযোগের প্রতিলিপি দিয়ে নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শুভেন্দু লেখেন, ‘নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যর জন্য আমি হেয়ার স্ট্রিট থানার ওসিকে ইমেল করে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদ জানিয়েছে। তাঁর দলের হয়ে মুখ্যমন্ত্রী বিজেপির আটজনকে গ্রেফতার করার হুমকি দিয়েছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানা এলাকার মধ্যে পড়ে। আমি আশা করছি পুলিশ আমার ইমেলের পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ করবে। আমি ৭২ ঘণ্টা অপেক্ষা করব। পুলিশ যদি কোনও পদক্ষেপ না করে, তবে আমি আদালতের দ্বারস্থ হব।’ শুভেন্দুর করা আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।