বিদেশ

আমেরিকার লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হানা, মৃত ৩ পড়ুয়া, জখম বহু

আমেরিকায় ক্রমশ বেড়েই চলেছে বন্দুকবাজের হামলা। এবার বিশ্ববিদ্যালয়েও হানা দিল আততায়ী। লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন তিন পড়ুয়া। পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, এখনও অবধি তিনজনের দেহ উদ্ধার হয়েছে। জখম হয়েছেন অনেকে। জখমদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, স্থানীয় সময় বুধবারে আমেরিকার লাস ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আচমকাই ঢুকে পড়ে এক বন্দুকবাজ। কমপক্ষে ৭-৮ রাউন্ড গুলি চালায়।  পরে স্টুডেন্ট ইউনিয়নেও গুলি চলার খবর পাওয়া যায়।  গুলিবিদ্ধ হয়েই মৃত্যু হয় তিনজনের। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কিন্তু ততক্ষণে ওই বন্দুকবাজ নিজের প্রাণও নিয়ে নেয় বলে খবর। পুলিস ইতিমধ্যেই ওই বন্দুকবাজের দেহটি উদ্ধার করে শনাক্তকরনের কাজ করছে। তবে মার্কিন মুলুকে ক্রমশই বন্দুকবাজের হামলা বেড়ে চলায় প্রশাসনের চিন্তা বাড়ছে।