পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় নিহত ২৩ সেনা জওয়ান ৷ মঙ্গলবার পাকিস্তানি তালিবানের সহযোগী জঙ্গিরা বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে ধাক্কা দেয় ৷ এমনটাই পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে । সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস বলেছে, জঙ্গিরা দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমান্তবর্তী ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের চেষ্টা করে ৷ তাদের সেই প্রচেষ্টাকে কার্যকরভাবে ব্যর্থ করার পরে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে তারা হামলা চালায় ।এই হামলার পর আরও একটি আত্মঘাতী হামলাও হয় ৷ যার ফলে ভবনটি ধসে পড়ে এবং একাধিক হতাহতের ঘটনা ঘটেছে । মঙ্গলবার ভোররাতে ডেরা ইসমাইল খানের দারাবন এলাকায় নিরাপত্তা বাহিনীর পোস্টে ছয় সন্ত্রাসীর একটি দল হামলা চালায় ৷ এই ঘটনায় কমপক্ষে ২৩ জন সেনা জওয়ান নিহত হয়েছেন৷ তবে সমস্ত আক্রমণকারীর সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৷ পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে ৷তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) একটি নবগঠিত জঙ্গি গোষ্ঠী, যা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর সহযোগী গোষ্ঠী ৷ তারা এই হামলার দায় স্বীকার করেছে । টিজেপি মুখপাত্র মোল্লা কাসিম এই হামলাকে আত্মঘাতী মিশন (ফিদায়েন) বলে অভিহিত করেছেন । এই হামলার ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন ৷ তাঁদের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে । সব স্কুল-কলেজ বন্ধ থাকলেও হামলার কারণে জেলা হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । পাকিস্তানে বড় ধরনের কিছু হামলার পেছনে রয়েছে এই সন্ত্রাসী সংগঠন । ৪ নভেম্বর টিজেপি জঙ্গিরা লাহোর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ ঘাঁটিতে আক্রমণ করেছিল ৷ এই হামলায় তিনটি দাঁড়িয়ে থাকা বিমান ক্ষতিগ্রস্ত হয় । তবে সেই ঘটনায়ও সমস্ত হামলাকারীদের সেনা জওয়ানদের হাতে নিহত হয় ৷ পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় ১৭ জন সেনার মৃত্যু হয়েছিল ৷ সেই ঘটনার একদিন পরে এই হামলা চালানো হয় । এই বছরের জুলাই মাসে টিজেপি জঙ্গিরা বালুচিস্তান প্রদেশের ঝোব গ্যারিসনে আক্রমণ করে ৷ সেখানে চার সেনা জওয়ান নিহত এবং পাঁচজন আহত হন ।