দেশ

ইন্ডিয়া জোটের বৈঠকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী খাড়গে! প্রস্তাব মমতার

বিজেপি-র বিরুদ্ধে ইন্ডিয়া জোটের মুখ কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল৷ এরই মধ্যে নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে বড়সড় চমক দিলেন তৃণমূলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়৷ নরেন্দ্র মোদির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন মমতা৷ তৃণমূলনেত্রীর এই প্রস্তাবকে সমর্থন করেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল৷ যদিও এই প্রস্তাবে রাজি হননি মল্লিকার্জুন খাড়গে নিজে৷ ইন্ডিয়া জোটের মুখ কে হবেন এবং আসন বণ্টনের ফর্মুলা কী হবে, শুরু থেকেই তা নিয়ে চর্চা চলছে৷ কারণ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী জোটের বেশ কয়েকটি শরিক দলের নেতারা নিজেদের দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছেন৷ বিহারে ইতিমধ্যেই নীতীশ কুমারকে পদপ্রার্থী করার দাবি তুলে পোস্টার পড়েছে৷ বাংলায় আবার তৃণমূলের অনেক নেতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী চেয়েছেন৷ তৃণমূলনেত্রী অবশ্য শুরু থেকেই বলে এসেছেন, কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা গুরুত্বপূর্ণ নয়৷ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একের বিরুদ্ধে এক ফর্মুলায় লড়াই করা৷ তবে এ দিনের বৈঠকেও আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷