নন্দিনী চক্রবর্তীর নিয়োগকে এবার ‘বেআইনি’ বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে রাজ্য় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি! বছর শেষদিন বড়সড় রদবদল ঘটেছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে। হরেকৃষ্ণ দ্বিবেদীর অবসরের পর, স্বরাষ্ট্রসচিব হলেন বিপি গোপালিকা। আর স্বরাষ্ট্রসচিব? নন্দিনী চক্রবর্তী। একসময়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সচিব ছিলেন তিনি। কিন্তু সেই পদ থেকে ১৯৯৪ সালের এই আইপিএস অফিসারকে সরিয়ে দেয় রাজভবন। এরপর রাজ্যের পর্যটন দফতরের মুখ্যসচিবের দায়িত্ব পান নন্দিনী। শুভেন্দুর অভিযোগ, ‘জুনিয়র IAS অফিসার নন্দিনী চক্রবর্তীকে বেআইনিভাবে স্বরাষ্ট্র দফতরের সচিব পদে বসিয়েছে রাজ্য সরকার। ১৩ জন অতিরিক্ত প্রধান সচিব ও ৫ জন প্রিন্সিপাল সেক্রেটারিকে এড়িয়ে, যাঁরা নন্দিনীর থেকে সিনিয়র’। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে বিরোধী দলনেতা লিখেছেন, আমি এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে চলেছি। সঙ্গে IAS অ্যাসোসিয়েশনকেও বলব, দুর্নীতিগ্রস্থ তৃণমূল সরকারের এইসব পদক্ষেপের বিরুদ্ধে সরব হতে’।