জালিয়াতির দায়ে এক বেসরকারি বিমান সংস্থার প্রাক্তন দুই কর্মীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। তাঁদের বিরুদ্ধে একটি পরিবারকে চাকরির টোপ দিয়ে ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। ধৃতদের নাম ইসু বর্মা এবং রাহুল সাক্সেনা। তাঁরা দুজনেই একটি বিমান সংস্থার প্রাক্তন কর্মী ছিলেন। অভিযোগ, বিমান সংস্থায় চাকরির আবেদন করে একটি মেয়ে। এরপরই নাকি ইসু বর্মা তাঁকে অনলাইনে বেশ কয়েকবার ইন্টারভিউ নেন। তাঁকে মাসে ২৮ হাজার টাকা মাইনের কথাও বলা হয়। এরপরই তাঁর কাছ থেকে ধাপে ধাপে ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। তাঁকে চাকরির যে নিয়োগপত্রটি দেওয়া হয় সেটিও ভুয়ো বলে পরে জানতে পারা যায়। এরপরই মেয়েটি জগতপুরী পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানায়। পুলিশের জালে সহজেই ধরা পড়ে যায় অভিযুক্তরা। তদন্ত চলছে।