বছর শুরুতেই মৃত্যু সংবাদ। থামল সুরের সফর। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ রাশিদ খান। এদিন হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রশিদ খানের পরিবারকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অল্প বয়সে চলে গেলেন, খুবই দুঃখজনক। রশিদ নেই ভাবতেই পারছি না, গায়ে কাঁটা দিচ্ছে। রশিদের গান শুনতে আর পাব না। খারাপ লাগছে। রশিদের গান শুনতে পাব না, খারাপ লাগছে। রশিদ আমাকে মা বলে ডাকতেন। আগামীকাল, বুধবার রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হবে রশিদ খানকে। তিনি এও বলেন ‘রশিদ আলি খান বিশ্বখ্যাত এক নাম, তাঁর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। শিল্পী হিসেবে তাঁকে বলা যেতে পারে ‘সঙ্গীত সম্রাট’। উত্তরপ্রদেশ তাঁর জন্মস্থান হলেও বাংলাকে ভালবেসে চিরকাল বঙ্গেই থেকে গেছেন। বিশ্বের এমন কোনও জায়গা নেই যেখানে তিনি সঙ্গীতের প্রচার করেননি। ওঁর ছেলেও ভীষণ ভাল গান গায়, খুব সুন্দর করে ছেলেকে তৈরি করেছেন।’