কলকাতা

রবির সকাল থেকেই শুরু বৃষ্টি, সোমেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: পিতৃ পক্ষের অবসান ঘটেছে শনিবার। পুজোর আর হাতে গোনা তিন দিন বাকি। তারপরেই শুরু হয়ে যাবে আপামর বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঘিরে উন্মাদনা। কিন্তু এত আনন্দের পরেও আকাশের মুখে হাসি ফোটাতে পারছে না শরৎ । শ্রাবনের অকাল বারি ধারা নেমেছে শহর জুড়ে।রবিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি৷মাঝে কয়েকদিন নীল আকাশে পেঁজা তুলোর মত সাদা মেঘের ভেলা ভেসে বেড়াতে দেখে মুখে হাসি ফুটেছিল পুজো উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎ শিল্পী, ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের। কিন্তু সেই হাসি বেশিদিন স্থায়ী হবে না বলেই আগেই জানিয়েদিয়েছিল আবহাওয়া দফতর।গত সপ্তাহে সোম ও মঙ্গলবার আকাশে সূর্যদেব দেখা দিলেও বুধবার থেকেই আকাশের অবস্থা খারাপ হতে শুরু করে। যার সৌজন্যে রয়েছে বঙ্গোপ সাগরে সৃষ্টি হওয়া নিম্মচাপ। আর ওড়িশা উপকূলে তৈরি হওয়া এই নিম্মচাপের জেরে মহালয়ার পর থেকে কলকাতা যে ফের আবার বৃষ্টিতে ভিজবে সেই কথা অনেক আগেই শুনিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া অফিস।যার ফলে শেষ রবিবারেও পুজোর আমেজ নষ্ট করে দিতে চোখ রাঙাছে বর্ষাসুর। যারফলে আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আশ্বিনের ঘন নীল আকাশে সাদা মেঘের ভেলা উধাও। তাঁর জায়গা দখল করে নিয়েছে শ্রাবনের কালো মেঘ। ফলে গত কয়েকদিন ধরে কলকাতা শহর এবং শহরতলির বিভিন্ন প্রান্তে শ্রাবনের অকাল বারি ধারা নেমেই চলেছে। আপাতত এই অসুর বৃষ্টি কমার কোনও লক্ষন দেখছে না আবহাওয়া অফিস। যার জেরে পুজোর মুখে একদিকে যেমন সমস্যায় পড়েছে পুজো কমিটি গুলি অন্যদিকে লাগাতার বর্ষণে পুজোর বাজার মার খাওয়ায় লোকসানের মুখ দেখতে হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীদের। এক কথায় পুজো শুরুর মুখে এই অকাল বর্ষা নিয়ে রীতিমত জেরবার রাজ্যবাসি। আসন্ন পুজোর দিন গুলিতে কি হবে তাই নিয়ে উদ্ববেগের প্রহর গুনছে শহরের ছোট-বড় পুজো উদ্যোক্তারা।তবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত আকাশের অবস্থা কি চলবে তা ঠিক বলতে পারছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। তবে পুজোর চারদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে দ্বিতীয়া পর্যন্ত আকাশের অবস্থা খারাপ থাকবে। এই কয়দিন অতিভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।