আজ দিনভর মেঘলা আকাশ। সকাল থেকে বৃষ্টি ভিজল কলকাতা সহ একাধিক জেলা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, অর্থাৎ আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শনিবার ফের ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এদিন এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও।এদিন সকাল থেকেই শহরজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। রাতের বৃষ্টিতে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ। মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।